ভারতের অন্য অংশের মতোই করোনা বেড়ে চলেছে পশ্চিমবাংলাতেও। সংক্রমণ রোধে কনটেনমেন্ট জোনে লকডাউন ঘোষণা করার পরেও বেড়ে চলেছে সংক্রমণ। এ পরিস্থিতিতে সংক্রমণ কমাতে ইউরোপ থেকে মেশিন আনা হচ্ছে।
যন্ত্রটি সম্পূর্ণ অটোমেটিক, নাম Cobas 6800। সুইজারল্যান্ড ভিত্তিক ফার্মাসিউটিক্যাল সংস্থা থেকে এই মেশিন আনা হচ্ছে যা ব্যবহার করে প্রতিদিন ১ লাখ করোনা টেস্ট করা যাবে। মেশিনটি মে মাসে অর্ডার দেওয়া হয়েছিল, ধারণা করা হচ্ছে আগস্টের মাঝামাঝি সময় সেটি পৌঁছে যাবে। ৬ হাজার ৮শটি টেস্টিং মেশিন কিনছে সরকার।
যন্ত্র ব্যবহারের জন্য এরই মধ্যে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে টেকনিশিয়ানদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতর ও নাইসেডের বেশ কয়েকজন টেকনিশিয়ানের এই প্রশিক্ষণ রয়েছে বলে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বর্তমানে পশ্চিমবঙ্গে গড়ে প্রতিদিন ১০ হাজারের বেশি করোনা টেস্ট করানো হচ্ছে। নতুন যন্ত্র এলে সেই সংখ্যা দাঁড়াবে ১ লক্ষে। এছাড়া মেশিন আসার পরে খরচও অনেকাংশে কমে যাবে।