30 C
Dhaka
এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা দূর্ঘটনা

ধানমন্ডি লেকে গোসলে নেমে কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্কঃ ধানমন্ডি লেকে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে মো. আবির হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি ১২ নম্বরের লেকে এ ঘটনা ঘটে। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আবির শরীয়তপুরের নাড়িয়ার শাহ আলমের ছেলে। সে পরিবারের সঙ্গে রাজধানীর হাজারীবাগের ডেল্টা রোডের ১৯ নম্বর গলিতে ভাড়া বাসায় বসবাস করতো। আবির একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এসআই শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

তিনি বলেন, ‘শনিবার বেলা ১১টার দিকে বন্ধুদের সঙ্গে ধানমন্ডি লেকে গোসল করতে নামে আবির। এসময় সে পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

নিহতের বাবা শাহ আলম বলেন, ‘আমি ফুটপাতে ব্যবসা করি। আবির আমার একমাত্র ছেলে। ও একটি দোকানে কাজ করে। গতকাল গরম বেশি পড়ায় বন্ধুদের সঙ্গে আবির গোসল করতে লেকে গিয়েছিল। সেখানে নাকি পানিতে ডুবে যায় ও। পরে ডুবুরিরা এসে ছেলের মরদেহ উদ্ধার করেছে।’

সম্পর্কিত পোস্ট

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

banglarmukh official

সাংবাদিকরা ভুয়া নিউজ করে আমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে

banglarmukh official

ঢাকার প্রাণ বুড়িগঙ্গা এখন এক নর্দমা

banglarmukh official

ফিল্মি স্টাইলে আদালত চত্বর থেকে আসামি ছিনতাই চেষ্টা

banglarmukh official

সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩

banglarmukh official

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪

banglarmukh official