ঢাকার সাভার পৌরসভায় কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছে মো. আলামিন (১৫) নামের এক কিশোর। নিহতের বাবা থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করতে এসে জানেন ছেলে খুন হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কিশোর আলামিন (১৫) ফরিদপুরের কোতোয়ালি থানার হাট গোবিন্দপুর গ্রামের আকমল খানের ছেলে। সাভারের ব্যাংক কলোনি এলাকায় গেদু মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে সাভারের একটি মোবাইল সার্ভিসিং সেন্টার থেকে কাজ শেষে বাড়ি ফিরছিল আলামিন। ওয়াবদা রোড এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পথচারীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
খবর পেয়ে পুলিশ সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতের বাবা আকমল খান জাগো নিউজকে বলেন, ‘ছেলে কাল দুপুরে বাসায় খেয়ে কাজে গিয়েছে। রাতে আর বাসায় ফেরেনি। আজ সকালে ছেলে নিখোঁজের একটি জিডি করতে যাই। তখনই জানতে পারি আমার ছেলেকে খুন করেছে দুর্বৃত্তরা।’
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুণ-উর-রশিদ জাগো নিউজকে বলেন, ‘আলামিনের বুকে ও পিঠে ছুরির গভীর আঘাত রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠিয়েছি। এছাড়া ভুক্তভোগীর পরিবারকে নিয়ে মামলার প্রস্তুত চলছে।’