পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে সাপের কামড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম আবদুল্লাহ আন নাফি (৩)। সে মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটা বাজারের পশ্চিমে উত্তর ঝাঁটিবুনিয়া গ্রামের আবদুল আলীমের ছেলে। এই ছোট্ট শিশুটির মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ইউপি সদস্য মো. ওয়ালিদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঘরের ভেতর বিষধর সাপ কামড় দেয় আব্দুল্লাহকে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহর মৃত্যু হয়।
স্বজনরা জানান, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর নিজেদের ঘরের খাট থেকে মাটিতে নামার সময় সেখানে থাকা গর্তে পা পড়লে একটি বিষধর সাপ আবদুল্লাহর ডান পায়ের গোড়ালিতে কামড়ে দেয়। এ সময় সে চিৎকার দেয়। তখন তার মা দেখতে পেয়ে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠিয়ে দেন। সেখানে নিয়ে গেলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।