এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ খুলনা জেলার সংবাদ নারী ও শিশু রাজণীতি

পিরোজপুরে মহিলা আ’লীগ নেত্রীর দুই পা ভাঙলো প্রতিপক্ষরা

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোসা: সেলিনা বেগমের দুই পা পিটিয়ে ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত শুক্রবার ইন্দুরকানী উপজেলার চরণী পত্তাশী এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সেলিনা বেগমকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোসা: সেলিনা বেগম (৩৮) ইন্দুরকানী উপজেলার চরনী পত্তাশী গ্রাামের মো: জাহিদ হোসেন হাওলাদারের স্ত্রী।

হাসপাতালে চিৎিসাধীন সেলিনা বেগম বরিশালটাইমসকে জানান, ইন্দুরকানী উপজেলার চরনী পত্তাশী এলাকার তার স্বামীর নামের একটি জমি নিয়ে স্থানীয় রশিদ হাওলাদারের পুত্র আলমগীর হাওলাদার ও আলাউদ্দিন হাওলাদারের সাথে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে তিনি তার স্বামীকে নিয়ে সেই জমিতে ধানের বীজ রোপন করে বাড়ি ফেরার পথে স্থানীয় রশিদ হাওলাদার, আলাউদ্দিন হাওলাদার, আলমগীর হাওলাদার, বাদশা মৃধা, বশির মৃধা, শহিদুল হাওলাদার, নাইম হাওলাদার ও গফফার হাওলাদারসহ কয়েক জন তাদের পথ আগলে দাঁড়ায় এবং তাদের ওপরে হামলা চালায়।

একপর্যায়ে তার স্বামী জাহিদ হোসেন হাওলাদারকে কয়েকজন মিলে ধরাধরি করে তার সামনে থেকে নিয়ে যায় এবং সেলিনার ওপর হামলা চালায়। পরে হামলাকারীরা সেলিনা বেগমকে ধরে নিয়ে গিয়ে তাদের একটি বাড়িতে আটকে লোহার রডে পাটের বস্তা পেচিয়ে পিটিয়ে তার দুই পা ভেঙে ফেলে এবং তার শরিরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে।

সেলিনা বেগম আরও জানান, হামলাকারীরা তাকে আহত করার পর তার কাছে থাকা দুইটি মোবাইল ফোন, কানের স্বর্ণের দুল ও স্বর্ণের গলার চেইন ছিনিয়ে নেয় এবং তার সাথে থাকা একটি ব্যাগ থেকে প্রায় চার হাজার টাকা লুটে নেয়। পরে তার স্বামী বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

পিরোজপুর জেলা হাসপাতালের আরএমও ডা. নণী গোপাল রায় বরিশালটাইমসকে জানান, সেলিনা বেগমের দুই পা আঘাতের কারণে ভেঙে গেছে। এছাড়া তার শরিরীরের বিভিন্ন স্থানে ফুলা জখমের আঘাত আছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান বরিশালটাইমসকে জানান, বিষয়টি জানার পরে থানার পুলিশ তাকে গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। জমি সংক্রান্ত বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে।

তবে এ বিষয়ে থানায় এখানো কেউ কোন অভিযোগ করেনি।’

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official