এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

ফাইনালে মাঠে ঢুকে যাওয়া কে এই নারী?

বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ নিয়ে রোমাঞ্চের কোনো কমতি নেই। খেলোয়াড়দের পাশাপাশি মাঠের বাইরে উত্তাপ ছড়াচ্ছেন দুই দেশের সমর্থকরা। কিন্তু হঠাৎ করে মাঠের ভিতরে প্রবেশ করাটা যেন এই আসরে নিয়মিত হয়ে আসছে। এই কর্মকাণ্ড থেকে আসরের শেষ ম্যাচটাও রেহাই পেল না।

ইংল্যান্ডের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে আজ (রোববার) খেলার সময় মাঠে ঢুকে পড়েছেন এক নারী। ‘এক্স-রেটেড’ ওয়েবসাইটের প্রচারের উদ্দেশ্য নিয়ে মাঠে ঢুকে পড়েন তিনি। কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকতে পারেননি ৪৭ বছর বয়সী এই নারী। মাঠে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাকে আটক করে নিরাপত্তাকর্মীরা।

X-rated-2

খেলার মধ্যে এ কাণ্ড ঘটানোর জন্য একদম ওস্তাদ এই নারী। এর আগে ফুটবলে ২০১৯ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুল-টটেনহ্যামের মধ্যকার ম্যাচে মাঠে ঢুকে পড়েন তিনি। ইংলিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের মতে, ‘এক্স-রেটেড’ ওয়েবসাইটের মালিকের মা এই ৪৭ বছর বয়সী নারী। যিনি মূলত ছেলের জন্য এসব কাজ করে থাকেন।

আজ ফাইনালে তার কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন ওই নারীর ছেলে। তিনি লেখেন, ‘বিশ্বকাপের ফাইনালে মাঠে ঢুকে পড়েছে আমার মা। কি রকম কিংবদন্তি!’

এই বিশ্বকাপে দর্শকদের মাঠে ঢুকে যাওয়াটা এবারই প্রথম নয়। এর আগে প্রথম রাউন্ডে এই ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচেই নগ্ন হয়ে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। তাকে আটক করতে গিয়ে প্রচুর বেগ পোহাতে হয় মাঠের নিরাপত্তা কর্মীদের। তবে শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নিতে সক্ষম হয় তারা।

সম্পর্কিত পোস্ট

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official

মিরপুরে শারমিনের ব্যাটে ভর করে বাংলাদেশের রেকর্ড পুঁজি

banglarmukh official

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

banglarmukh official