বরগুনা প্রতিনিধিঃ স্মরণকালের স্মরণীয় বিশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে বরগুনা জেলা ছাত্রলীগের ২৭ তম সম্মেলন টাউন হল সিরাজ উদ্দীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আজ নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা পরে সম্মেলন শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।
পতাকা উত্তোলনের সময় উপস্থিত সকলে সম্মান জানালেও মিলনায়তনের ভিতরে এ সময় সম্ভাব্য সভাপতি-সাধারণ সম্পাদকের সমর্থনে চলতে থাকে পাল্টা-পাল্টি শ্লোগান।
উদ্বোধনী পর্বের পরে অতিথিরা মঞ্চে আসন গ্রহণের পরও দীর্ঘ সময় প্লাকার্ড-ফেষ্টুন নিয়ে সভাপতি-সাধারণ সম্পাদক প্রার্থীদের কর্মীরা শ্লোগান অব্যাহত রাখলে চরম বিশৃঙ্খল পরিবেশ তৈরী হয়।
এসময় উপস্থিত জেলা আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দ তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। মঞ্চে অতিথিদের পিছনের সারির আসন দখল করে নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সাংবাদিকদের জন্য রাখা হয়নি কোনো আসন।
জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু মাইক্রোফোন হাতে নিয়ে কঠোর ভাষায় উচ্ছৃঙ্খল কর্মীদের নিয়ন্ত্রণ করলে সম্মেলন শুরু হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি রুবায়েত আদনান অনিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানভীর হোসেনের উপস্থাপনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অ্যাড. আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সংসদ সদস্য সুলতানা নাদিরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরসহ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ। প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য।