31 C
Dhaka
এপ্রিল ২৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা জেলার সংবাদ বরিশাল

বরিশালে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের লহ্মণ দেখছে না স্বাস্থ্য অধিদফতর

বরিশাল বিভাগে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৫ জনের করোনা পজেটিভ এসেছে। ফলে বরিশাল বিভাগে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭৩।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে চলতি মাসে পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো লহ্মণ নেই। বরিশালে ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে কভিড-১৯। এমতাবস্থায় ব্যক্তি সুরক্ষার কোন বিকল্প নেই।

মারা যাওয়া ওই পাঁচজন হলেন, ঝালকাঠির নলছিটি উপজেলার সুনীল কুমার (৫০), ঝালকাঠি সদরের আবদুর রব (৮০), বরিশালের বাবুগঞ্জ উপজেলার জসিম (৩৫), বরিশাল নগরের ভাটিখানা এলাকার কবির হোসেন (৫৫), বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুরুচি (৫০)।

আজ (০৫ জুলাই) রবিবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, শনিবার নতুন করে ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে বিভাগের ৬ জেলা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২৯৮।

স্বাস্থ্য দফতর বলছে, করোনা আক্রান্তে বরিশাল জেলা সবচেয়ে বেশি এগিয়ে। এ জেলায় মোট শনাক্ত ১৬৮১ জন। যার ১২৪০ জনই বরিশাল নগরীর বাসিন্দা।

পটুয়াখালীতে ৫১১ জন, ভোলায় ৩১৯ জন, পিরোজপুরে ২৪৪ জন, বরগুনায় ৩০১ জন ও ঝালকাঠিতে ২৪২ জনের করোনা শনাক্ত হয়েছেন।

মৃত্যুবরণকারী ৭৩ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ২৮ জন, পটুয়াখালীতে ২২ জন, ঝালকাঠিতে ১০ জন, পিরোজপুরে পাঁচজন, ভোলায় চারজন ও বরগুনায় চারজন রয়েছেন।

জানা গেছে, বিগত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ২২ হাজার ৭৯১ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যার মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১৯ হাজার ৭৬২ জনকে। এর মধ্যে ১৬ হাজার ৬০২ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে তিন হাজার ২৯ জন রয়েছেন। এ পর্যন্ত এক হাজার ৫০০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।#

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official