অনলাইন ডেস্কঃ বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা ও পটুয়াখালী জেলার দশমিনা উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২১ জুলাই তিনি এই দুই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।
পাশাপাশি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বিভাগের ৬ জেলার ৪২টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করা হবে বলে ঘোষণা দিযেছেন বরিশাল বিভাগীয় কমিশনার।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় আগামী ২১ জুলাই ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের কার্যক্রম নিয়ে আয়োজিত সাংবাদ সম্মেলনে বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিনুল আহসান এই তথ্য জানান।
সোমবার দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থানীয় জেলা প্রশাসন।
এই লক্ষ্যে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে আগামী ২১ জুলাই বরিশাল বিভাগের ৬ জেলার ৪২ উপজেলায় ৩ হাজার ৫শ’ ৫০টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমি সহ ঘর হস্তান্তর করবে সরকার। এর মধ্যে বরিশাল জেলায় জমি সহ সেমিপাকা ঘর পাচ্ছেন ৬শ’ ৮৩টি গৃহ ও ভূমিহীন পরিবার। আগের চেয়ে বরাদ্দ বেশী থাকায় এবারের ঘরগুলো টেকসই হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মুজিব বর্ষে একটি পরিবারও গৃহহীন এবং ভূমিহীন থাকবেনা বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই লক্ষ্যে প্রথম পর্যায়ে ২০২১ সালের ২৩ জানুয়ারী বরিশাল বিভাগের ৪২টি উপজেলায় ৬ হাজার ৮৮টি এবং দ্বিতীয় পর্যায়ে একই বছরের ২০ জুন ৪২ উপজেলার ৭ হাজার ১শ’ ৫৩টি গৃহ ও ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের ঘর উপহার দেয়া হয়। তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে গত ২৬ এপ্রিল বিভাগে আরও ৩ হাজার ২শ’ ১০টি পরিবারকে দুই শতাংশ জমির উপর নির্মিত দুই কক্ষ বিশিষ্ট ঘর উপহার দেয়া হয়। তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে আগামী ২১ জুলাই জমি সহ ঘর দেয়া হবে আরও ৩ হাজার ৫শ’ ৫০টি গৃহ ও ভূমিহীন পরিবারকে। ওইদিন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর করবেন।
এবার আগের (১ লাখ ৭১ হাজার টাকা) চেয়ে বরাদ্দ ৮৮ হাজার টাকা বেশী হওয়ায় ঘরগুলো অনেক টেকসই এবং দুর্যোগ সহনশীল হয়েছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
প্রধানমন্ত্রী কার্যালয়ের উদ্যোগ বাস্তবায়নে ইতিমধ্যে বরিশাল বিভাগের ঝালকাঠী জেলার কাঠালিয়া এবং পটুয়াখালী জেলার দশমিনা উপজেলাকে গৃহ ও ভূমিহীনমুক্ত বলে ঘোষণা দেয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুরো বিভাগকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করা হবে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার।
এদিকে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ২১ জুলাই ৩য় পর্যায়ের ২য় ধাপে বরিশাল জেলার ১০ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১ হাজার ৮৫৬টি পরিবারের জন্য নির্মিতব্য গৃহ হতে কবুলিয়তসহ ৬৮৩টি গৃহ উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এরমধ্যে বরিশাল সদর উপজেলায় ৮টি, বাকেরগঞ্জে ৫৯টি, মেহেন্দিগঞ্জে ১৪৫টি, উজিরপুরে ১৪১টি, গৌরনদীতে ৯২টি, মুলাদী ২০টি, বাবুগঞ্জে ৫৭টি, হিজলায় ৯০টি, আগৈলঝাড়ায় ৭১ টি গৃহ রয়েছে। অসমাপ্ত বাকি ৭২১টি গৃহ ও কবুলিয়ত সম্পাদনের কাজ দ্রুত সমাপ্ত করা হবে বলে জানান জেলা প্রশাসক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা সুধী জন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।