নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেরার সোনার বাংলা এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের ৬ যাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাস চালক মশিউর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-৮। রবিবার সন্ধ্যায় বরগুনা সদর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে র্যাবের বিশেষ দল। গ্রেফতারকৃত মশিউর রহমান বাগেরহাট জেলার গোটাপাড়া এলাকার ইউসুফ আলী শেখের ছেলে এবং ঘাতক মোল্লা ট্রাভেলসের চালক।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮’র উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
মেজর জাহাঙ্গীর জানান, গত ২১ জুলাই দুপুরে গাজীপুর থেকে কুয়াকাটাগামী একটি মাইক্রোবাস মহাসড়কের সোনারবাংলা এলাকা অতিক্রমকালে বিপরীতমুখি মোল্লা ট্রাভেলসের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মাইক্রোবাসের ৬ যাত্রী নিহত হয়। আহত হয় ৪ জন।
এ ঘটনায় মাইক্রোবাসের নিহত চালকের ছেলে বাদী হয়ে গত ২৩ জুলাই উজিরপুর মডেল থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর র্যাব-৮ এর একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক বাসের বাসের চালক মশিউর রহমানকে গত রবিবার সন্ধ্যায় বরগুনা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিস্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব-৮ উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।