অনলাইন ডেস্ক ::: এবার পদ্মা সেতুর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বরিশালের ক্রীড়াঙ্গনেও। ইতোমধ্যে বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের আদলে তৈরির কাজ শুরু হয়েছে। নির্মিত হচ্ছে স্টেডিয়ামের নতুন ফিল্টার মাঠসহ নতুন নতুনসব ভবন।
বরিশাল জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের সবচেয়ে বড় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানের করার লক্ষ্যে নতুন করে ফিল্টার মাঠ, গ্যালারি শেড, প্যাভিলিয়ন, মিডিয়া সেন্টার, ডরমিটরি ভবন, খেলোয়াড়দের ইনডোর নেট অনুশীলন, ড্রেসিংরুম এবং সড়ক ও গ্যালারির পুনঃসংস্কারের কাজ চলছে।
সাগর হোসেন নামে এক খুদে ক্রিকেটার বলে, ‘আমরা যারা ক্রিকেট শিখছি। তারা কীভাবে উপরে উঠব তারই ভরসা পাই না। কেননা, বরিশালে কোনো খেলাধুলার মাঠ নেই৷’
বেসিক ক্রিকেট কোচিং একাডেমির হেড কোচ এজাজ আল মাহমুদ সুজন বলেন, দীর্ঘদিন ধরে স্টেডিয়ামে সংস্কারকাজ চলায় ব্যাহত হচ্ছে ঘরোয়া লিগ, বয়সভিত্তিক ও বিভাগীয় পর্যায়ের খেলাধুলা। তাই দ্রুত স্টেডিয়ামের কাজ শেষ করে খেলার উপযোগী করার দাবি জানান এই কোচ।
ঠিকাদার প্রতিষ্ঠান শরীফ অ্যান্ড সন্সের প্রজেক্ট প্রকৌশলী আহসান উল্লাহ বলেন, প্রায় ৩৪ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ৩০ একর জমির ওপর নির্মিত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব কাজ প্রকল্পের মেয়াদ অনুযায়ী সম্পন্ন হবে বলেও জানান তিনি।
বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল মারুফ বলেন, প্রায় ৮৪ কোটি টাকা ব্যয়ে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করার লক্ষ্যে পাঁচটি উন্নয়ন প্রকল্পের কাজ চলমানের পাশাপাশি সুইমিংপুল সংস্কার ও প্রবেশদ্বারে নতুন গেট নির্মাণ করারও পরিকল্পনা রয়েছে সরকারের।