22 C
Dhaka
ফেব্রুয়ারি ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা বরিশাল

বরিশালে ৭ মাসে নিহত অর্ধশত, আহত অসংখ্য

নিজস্ব প্রতিবেদকঃ বুধবার দুপুরে ফের সড়ক দূর্ঘটনায় বরিশালের বাকেগঞ্জে প্রাণ হারালেন ৬ জন। আজ বৃহস্পতিবার পুনরায় বরিশাল ঢাকা মহা সড়কের জেলার উজিরপুরে যাত্রীবাহি বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়।

এই নিয়ে একের পর এক সড়ক দূর্ঘটনায় বরিশালে গত ৭ মাসে ৩৩ জনের বেশি প্রাণহানি ঘটেছে। এরমধ্যে সবচেয়ে মর্মান্তিক ছিলো গত মে মাসে বরিশাল ঢাকা মহাসড়কের উজিরপুরে ১১ জনের প্রাণহানি।

এছাড়াও জানুয়ারীতে মুলাদি ও বাকেরগঞ্জে ৪ জনসহ চলতি জুলাই পর্যন্ত দপদপিয়া, মাধবপাশা, বাবুগঞ্জে আরো ২ জন নিহত ও
শতাধিক আহত হবার সংবাদ পাওয়া গেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন জানান, বুধবার বেলা ১২টার দিকে পটুয়াখালী থেকে বরিশালগামী মিনিবাস দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বিপরীতগামী যাত্রীবাহী ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ইজিবাইকটি দুমড়ে- মুচড়ে চালকসহ ৬ যাত্রী নিহত হয়। এর আগে চলতি বছরের ২৯ মে বরিশালের উজিরপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১১ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও ২০ জনের মতো আহত হয়। উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানির ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ঐ সময় বরিশাল জেলা প্রশাসন তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করেন।

এ ছাড়া নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে সরকারি সহায়তা হিসেবে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন বরিশালের বিভাগীয় কমিশনার। জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার ঘটনাস্থল পরিদর্শন করে বলেছিলেন, উজিরপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। রোগীদের খোঁজখবর নেওয়াসহ সার্বিক তত্ত¡াবধানে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

২০ জুলাই বুধবার বাকেরগঞ্জের দূর্ঘটনার প্রতিক্রিয়ায়ও একই ব্যবস্থা ও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু তদন্ত কমিটির প্রতিবেদনটি আর জনসম্মুখে আসেনি কখনোই। তবে সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের দাবী সড়কের প্রশস্ততা এবং মহাসড়কে ইজিবাইক বা অটোরিকশা নিষিদ্ধকরণ ছাড়া বিকল্প নেই।

সকলেই ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক দ্রুত চারলেনে উন্নিত করার দাবী জানান। নেতৃবৃন্দ গত মে মাসে ঈদের দিন রাতের মোটরসাইকেল দূর্ঘটনায় ২ জনের মৃত্যুর কথাও স্মরণ করিয়ে দেন। ঐ ঘটনায় মহাসড়কে থ্রি-হুইলারের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন। বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে ৪ মে মঙ্গলবার

রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটেছিলো। নিহতরা বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের শাহপরান সড়কের নিরব মৃধা ও লিমন হাওলাদার। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাদের আরেক বন্ধু মো. সুমন।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। এছাড়াও গত ২ জানুয়ারীতে মুলাদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীসহ ৩ জন ও বাকেরগঞ্জ ১ জনসহ মোট ৪ জন নিহত হয়েছেন।

মাধবপাশায় ইজিবাইক ও মোটরসাইকেল দূর্ঘটনায় গত তিন মাসে প্রায় ১০ জন মারাত্মক আহত হয়েছে বলে জানা গেছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান, এয়ারপোর্টে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ হালদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল বিআরটিএ’র উপ- পরিচালক মো. জিয়াউর রহমান বলেন, সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএ নানা উদ্যোগ গ্রহণ করছে। যা বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনসাধারণ, বাস স্টেশনে গাড়ির চালক, কন্ডাক্টর ও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সচেতনতামূলক পথসভা এবং লিফলেট বিতরণ করা হচ্ছে।

তবে এটার চেয়েও গুরুত্বপূর্ণ বøাকস্পট চিহ্নিত করে সড়কে জরুরী ডিবাইডার দেয়া এবং চারলেনে উন্নিত করা বলে জানালেন সড়ক ও পরিবেশ আন্দোলনের নেতা এনায়েত হোসেন শিবলু।

তিনি বলেন, মহাসড়ক প্রশস্ত করা বা ফোরলেনে উন্নিত করার বিকল্প নেই। আমাদের মহাসড়কে কোনোদিক থেকেই মহাসড়কের শর্ত পূরণ করেনা। সাইডলেনগুলো মহাসড়ক মিশেছে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে।

ফলে ইজিবাইক ও অটোরিকশাও অনায়াসে মহাসড়ক চলে আসছে। এ পর্যন্ত গত সাত মাসে বরিশালে প্রায় অর্ধশত প্রাণহানি ও শতাধিক মানুষ আহত হয়েছে বলে দাবী করেন সড়ক আন্দোলনের এই নেতা।

এদিকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী জানালেন, ঈদের আগে ও পরের ২০ জুলাই বরিশালসহ বাংলাদেশের সড়ক- মহাসড়কে ৩২০টি সড়ক দুর্ঘটনায় ৪০৩ জন নিহত ৭৭৫ জন আহত হয়েছে। স¤প্রতি এক সংবাদ সম্মেলনে সংগঠনের এই তথ্য তুলে ধরেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে দু’পক্ষের বাকবিতন্ডা, হাতাহাতি

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আল্টিমেটাম

banglarmukh official

বরিশালে শব্দ দূষণ বন্ধে বরিশালে র‍্যালী ও লিফলেট বিতরণ

banglarmukh official

রাতে দেশের প্রধান দুই শহরে অগ্নিকাণ্ড

banglarmukh official