এপ্রিল ২৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ শিক্ষাঙ্গন

বাকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে ওই কর্মসূচি পালন করেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজ্জাত প্রান্ত সাইকেলে করে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় বেপরোয়া বহিরাগতদের মোটরসাইকেলের ধাক্কার প্রান্তের ডানপায়ের হাঁটুর উপরের হাড় ভেঙ্গে যায় ও বাম হাতের হাড়ে ফাটল ধরে। পরে গুরুতর আহত প্রান্তকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ঘটনার জেরে ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে আন্দোলন করে। এ সময় সড়ক অবরোধ করে বেশকিছু দাবিতে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। দাবিগুলোর কয়েকটি হলো- আহত প্রান্তের চিকিৎসার সকল ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পর্যাপ্ত গতিরোধক বসাতে হবে, বহিরাতগতদের অবাধ ও বেপরোয়া চলাচল বন্ধ করতে হবে, বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাকর্মীদের সার্বক্ষণিক টহল ব্যবস্থা থাকতে হবে, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চেকপোস্ট বসাতে হবে।

শিক্ষার্থীরা বলেন, প্রতিনিয়তই বহিরাগতদের বেপরোয়া মোটরসাইকেলে সাধারণ শিক্ষার্থীরা আহত হচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময়ই এসব বিষয়ে অসহায়ত্বের পরিচয় দিচ্ছে। সংরক্ষিত ক্যাম্পাসেও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান সেখানে উপস্থিত হন। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব শীঘ্রই তাদের দাবি বাস্তবায়নে কাজ করবে।

সম্পর্কিত পোস্ট

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি, পিছিয়ে পটুয়াখালী

banglarmukh official

কোন বোর্ডে জিপিএ-৫ কত?

banglarmukh official

এইচএসসির ফল প্রকাশ কাল, যেভাবে জানা যাবে

banglarmukh official

এইচএসসির ফল প্রকাশ ১৫ অক্টোবর

banglarmukh official

যে কারণে স্বামীকে ৯ টুকরো করে সেফটিক ট্যাংকে ফেলেন স্ত্রী

banglarmukh official