জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “বিএসএল নিউজ” এর সম্পাদক মশিউর রহমানের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তিনি বরিশালের মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। মঙ্গলবার দায়েরকৃত ডায়েরি নম্বর ৮৩১।
বিএসএল নিউজ এর সম্পাদক মশিউর রহমান জানান, ‘অজ্ঞাতনামা কোন ব্যক্তি বা ব্যক্তিরা তার নাম “গড়ংযরঁৎ জধযধসধহ” ব্যবহার করে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছে। যেখানে তার ছবি প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করা হয়েছে। ২১ জুলাই দুপুর দেড়টার দিকে বিষয়টি তার দৃষ্টি গোচর হয়।
তিনি বলেন, ‘হতে পারে কোন একটি চক্র আমার নামে আইডি খুলে আমার আত্মীয় স্বজন, বন্ধু বা পরিচিত জনদের কাছ থেকে অবৈধ পন্থায় টাকা হাতিয়ে নিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এ কাজটি করেছে।’ তাই বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা হয়েছে। পাশাপাশি তার পরিচয় ব্যবহার করে কেউ কোন আর্থিক সুবিধা গ্রহণ বা অপরাধ সংঘটিত করলে সে জন্য তিনি দায়ী থাকবেন না জানিয়ে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।