জাবালে নূর বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাতে বিমানবন্দরের সামনের সড়কের বিপরীত পাশের ফুটপাতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন কলেজের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এর আগে, জাবালে নূর বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর মৃত্যুর বিচার দাবিতে মঙ্গলবারও রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এর মধ্যে উত্তরা ও সাইন্সল্যাবে বাস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীর মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিরাপদ সড়কের দাবি জানায়।