29 C
Dhaka
এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

ভোলায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় ৫ আসামি গ্রেফতার

ভোলার ভেলুমিয়ায় ঈদের দিন রাতে নিজগৃহে জয়তুন বিবি (৬০) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কাবিল (৬৫), হাবিলের ছেলে সোহেল (৩০), সোহেলের স্ত্রী নাজমা (২৬) এবং ভাড়াটিয়া দুই খুনি মান্নান (৩২) এবং তার সহযোগী রবিউল (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আসামিদের দেয়া তথ্য মতে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। আসামিদের বরাত দিয়ে পুলিশ জানায় টাকা পয়সা এবং স্বর্ণালঙ্কারের লোভে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রফিং এ এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, জয়তুন বিবিকে হত্যা করে তার গলার হার আসামি সোহেল ও তার স্ত্রী নাজমা বেগম বিক্রি করেছে শহরের একটি স্বর্ণের দোকানে। ওই দোকানের সিসিটিভির ফুটেজ উদ্ধার করা হয়েছে।

এ থেকে হত্যাকাণ্ডে আসামিদের জড়িত থাকার প্রমাণ পাওয়া মিলে। মামলার আলামত হিসেবে একটি স্বর্ণের চেইন, নগদ দুই হাজার টাকা এবং ৫টি মোবাইল সেট জব্দ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ভোলা থানার ওসি এনায়েত হোসেন, তদন্ত ওসি আরমান হোসেন, মামলার আইও এসআই মোস্তফা প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official