21 C
Dhaka
নভেম্বর ২৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

মাত্র ২০ মিনিটেই কোহলির সমস্যা সমাধান করে দেবেন গাভাস্কার

স্পোর্টস ডেস্কঃ বিরাট কোহলির ফর্ম নিয়ে মহা চিন্তায় পুরো ভারতবর্ষ। দীর্ঘদিন তার ব্যাটে রান নেই, সেঞ্চুরি নেই, যার ফলে তার ক্যারিয়ারের ওপরও পড়ছে বিশাল প্রভাব। এমন পরিস্থিতিতে কোহলিকে কিভাবে ফর্মে ফেরানো যায়, তা নিয়ে চিন্তার শেষ নেই ভারতীয় কোচ, সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেটবোদ্ধা সবার।

ইংল্যান্ডের বিপক্ষেও ব্যর্থ হয়েছে কোহলির ব্যাট। পঞ্চম টেস্টের দু’ইনিংস মিলিয়ে ৩১, দুই টি-টোয়েন্টি ম্যাচে ১২, দু’টি এক দিনের ম্যাচে করেছেন ৩৩ রান। অর্থাৎ ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচে ৬ ইনিংস খেলে কোহলি করেছেন কেবল ৭৬ রান।

তবে ঠিক কোথায় কোহলির সমস্যা হচ্ছে, কেন তিনি রান পাচ্ছেন না- সেই সমস্যা ধরে ফেলেছেন সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার। আর এই সমস্যা কাটাতে নাকি মাত্র ২০ মিনিট সময় প্রয়োজন। কোহলির কাছ থেকে সেই ২০ মিনিট সময় চেয়েছেন গাভাস্কার। কোহলি কী সাবেক অধিনায়ককে সেই ২০ মিনিট সময় দেবেন?

ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ শেষ হওয়ার পরে কোহলির ব্যাটিং বিশ্লেষণ করতে গিয়ে গাভাস্কার বলেন, ‘অফ স্ট্যাম্পের বাইরের লাইনে খেলতে সমস্যা হচ্ছে কোহলির। আমি নিজে ওপেনার ছিলাম। তাই দীর্ঘদিন অফ স্ট্যাম্পের বাইরের লাইনে খেলতে হয়েছে। ওই লাইনে কিভাবে খেলতে হবে তার কিছু নিয়ম রয়েছে। আমি কোহলির সঙ্গে ২০ মিনিট কথা বলার সময় পেলে ওকে সেগুলো বোঝাতাম। আশা করি তাতে তার সুবিধাই হতো।’

২০১৯ সালের নভেম্বরে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন কোহলি। কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে। এরপর থেকে ১১৫টিরও বেশি ইনিংসে সেঞ্চুরি নেই তার।

সুনিল গাভাস্কার মনে করেন, ফর্ম খারাপ থাকায় কোহলি প্রতিটা বল খেলার চেষ্টা করছেন। সেটা করতে গিয়েই নিজের উইকেট দিয়ে আসছেন তিনি। গাভাস্কার বলেন, ‘রানের মধ্যে না থাকায় প্রতিটা বল খেলার চেষ্টা করছে কোহলি। প্রতিটা বলেই রান করার চেষ্টা করছে; কিন্তু ওকে বুঝতে হবে সেটা সম্ভব নয়। শরীরের কাছে খেলতে হবে। যতদূর থেকে ও খেলার চেষ্টা করবে তত বেশি সমস্যায় পড়বে।’

এখন ছন্দ খারাপ থাকলেও কোহলি ফর্মে ফিরবেন বলে আশা করছেন সাবেক এই অধিনায়ক। তাই কোহলিকে নিয়ে ম্যানেজমেন্টের খুব বেশি চিন্তা করা উচিত নয় বলে মনে করছেন তিনি। গাভাস্কার বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি শতরান সহজ নয়। প্রতিটা ফরম্যাটে সে রান পেয়েছে। তাই এখনই হতাশ হওয়ার কিছু নেই। ভারতে কোনো ক্রিকেটারের বয়স ৩২-৩৩ হয়ে গেলেই তাকে নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়। আমার মনে হয় কোহলিকে আরেকটু সময় দেওয়া উচিত। সে ঠিকই ফর্মে ফিরবে।’

সম্পর্কিত পোস্ট

উইন্ডিজ টেস্ট সিরিজে শান্তর বদলির নাম ঘোষণা

banglarmukh official

সাকিব ওমরাহ পালন করতে সৌদি আরবে

banglarmukh official

ফিরলেন মিরাজ-হৃদয়, শান্তর দিকে তাকিয়ে বাংলাদেশ

banglarmukh official

অবসরের ঘোষণা দিলেন ঋদ্ধিমান

banglarmukh official

২৪ বছর পর ঘরের মাঠে টেস্টে ধবলধোলাই ভারত

banglarmukh official

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ টাইগাররা

banglarmukh official