করোনা ভাইরাসে যখন প্রতিদিন হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে, তখনই একজনের মৃত্যু আপাতত ঠেকিয়ে দিয়েছে করোনা। করোনার কারণে ড্যানিয়েল লুইস লি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। দেশটিতে গত ১৭ বছরের মধ্যে এই প্রথম কারও মৃত্যুদ- কার্যকর স্থগিত হলো।
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের ইউকোনের বাসিন্দা ডানিয়েল লি (৪৭)। ১৯৯৬ সালে আরকানসাসে একই পরিবারের তিনজনকে সে খুন করে। এরা হলেন আরকানসাসের অস্ত্র বিক্রেতা উইলিয়াম মুয়েলার, তার স্ত্রী ন্যান্সি ও তাদের একমাত্র মেয়ে অষ্টাদশী সারাহ পাওয়েল।
এই খুনের দায়ে লির মৃত্যুদ- হয়। আজ সোমবার ইন্ডিয়ানার টেরে হাউতি কারাগারে লির শাস্তি কার্যকরের দিনক্ষণ ঠিক করা ছিল। রায় ছিল, বিষাক্ত ইনজেকশন দিয়ে লির মৃত্যুদ- কার্যকর করা হবে।
এদিকে তার স্বজনরা আদালতকে জানিয়েছেন, করোনা মহামারীর কারণে লিকে শেষবারের মতো দেখতে পারেননি তারা। স্বজনদের আবেদন বিবেচনায় নিয়ে আপাতত মৃত্যুদ- কার্যকর স্থগিত করেছেন ইন্ডিয়ানার চিফ ডিস্ট্রিক্ট জজ জেন মাগুনাস রুলে।
তবে জেলা জজের এ রুলের পর যুক্তরাষ্ট্রের জাস্টিজ ডিপার্টমেন্ট সপ্তম ইউএস সার্কিট আদালতে আপিল করেছে। অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেছেন, খুনির মৃত্যুদ- স্থগিত হয়ে যাক, তা চায় না ভুক্তভোগী পরিবার।