28 C
Dhaka
নভেম্বর ২২, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
খেলাধুলা ফুটবল

ম্যানইউতেই চুক্তির মেয়াদ বাড়াবেন রোনালদো

স্পোর্টস ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়ার ইচ্ছা এবং অন্য ক্লাবের সঙ্গে যোগাযোগের খবর চাউর হওয়ার মধ্যেই নতুন তথ্য জানালেন ম্যানইউ কোচ এরিক টেন হাগ। তিনি জানিয়েছেন, রোনালদো শুধু ম্যানইউতে থাকাই নয়, চুক্তির মেয়াদ বাড়ানোরও অপেক্ষায় রয়েছেন।

ম্যানইউ চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না, এ কারণে ক্রিশ্চিয়ানো রোনালদোও ম্যানইউতে থাকতে চান না। ক্লাব ছাড়ার জন্য আনুষ্ঠানিকভাবে ম্যানইউ কর্তৃপক্ষের কাছে আবেদনও জানিয়েছেন তিনি। কিন্তু এরই মধ্যে কোচ এরিক টেন হাগ সরাসরি জানিয়ে দিয়েছেন, রোনালদোকে ছাড়বেন না তারা।

ম্যানইউ কোচ জানিয়েছেন, তার আগামী মৌসুমের পরিকল্পনায় রয়েছেন ৩৭ বছর বয়সী এই উইঙ্গার। যখন তার কাছে জানতে চাওয়া হয় যে, রোনালদো ক্লাবে থাকতে রাজি কি না। টেন হাগ বলেন, ‘এটা একটা সম্ভাবনা। বিশেষভাবে, সে আসলে একটা চাপের মধ্যে রয়েছে। তাৎক্ষণিক সাফল্য পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে।’

ম্যানইউ কোচ আরও বলেন, ‘আমি ভালোভাবেই জানি যে, তার কাছে একটা অপশন হিসেবে রয়েছে (ম্যানইউর সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তি বাড়ানো), কিংবা হয়তো না।’

তিনি আরো বলেন, ‘আমি এখান নিয়োগপ্রাপ্ত হয়েছি তিন বছরের জন্য। ফুটবলে এটা খুবই নগন্য একটি সময়। আমাদেরকে প্রথম থেকেই জয়ের ধারায় থাকতে হবে। সুতরাং, আমি অনেক আগে থেকে কিছু দেখতে চাই না। আমার একটা পরিকল্পনা রয়েছে; এটা হচ্ছে একটা প্রসেস। এই প্রসেস বাস্তবায়ন হতে সময় লাগবে। একেবারে শেষ মুহূর্তে আমরা আমাদের জয়ী দল হিসেবে দেখতে চাই।’

টেন হাগ দায়িত্ব নেয়ার পর দল নিয়ে এখন সফর করছেন থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায়। প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে টেন হাগের দলে নেই রোনালদো। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই সফর থেকে বিরত রয়েছেন।

টেন হাগ জানেন না কখন রোনালদো তার কাছে এসে রিপোর্ট করবেন এবং ম্যানইউর হয়ে অনুশীলন শুরু করবেন। তবে, তিনি আশাবাদী সিআর সেভেনকে ৭ আগস্ট ব্রাইটনের বিপক্ষে প্রথম ম্যাচে দলের সঙ্গে পাবেন।

সম্পর্কিত পোস্ট

উইন্ডিজ টেস্ট সিরিজে শান্তর বদলির নাম ঘোষণা

banglarmukh official

সাকিব ওমরাহ পালন করতে সৌদি আরবে

banglarmukh official

ফিরলেন মিরাজ-হৃদয়, শান্তর দিকে তাকিয়ে বাংলাদেশ

banglarmukh official

অবসরের ঘোষণা দিলেন ঋদ্ধিমান

banglarmukh official

২৪ বছর পর ঘরের মাঠে টেস্টে ধবলধোলাই ভারত

banglarmukh official

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ টাইগাররা

banglarmukh official