26 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ নারী ও শিশু

শাশুড়িকে তিন দিন তালাবন্দি রেখে বেড়াতে গেলেন বউমা

৮০ বছরের বৃদ্ধা শাশুড়িকে ঘরে তিনদিন ধরে তালাবন্দি করে রেখে মেয়ের বাড়ি ঘুরতে চলে গেলেন তার বউমা। পরে প্রতিবেশীদের উদ্যোগে পুলিশ এসে মঙ্গলবার কোলাবসিবল গেট ভেঙে অসুস্থ ওই বৃদ্ধাকে উদ্ধার করে।

বালির কৃষ্ণ চ্যাটার্জি লেনের একটি বহুতল আবাসনের ঘটনা। ওই আবাসনের চারতলার ফ্ল্যাটে জ্যোৎস্না দাশগুপ্ত (‌৮০)‌ তার বউমা সুজাতা দাশগুপ্তের সঙ্গে থাকেন। ২ বছর আগে ওই বৃদ্ধার ছেলে মারা গেছেন। শনিবার সুজাতা তার শাশুড়িকে ফ্ল্যাটে তালাবন্ধ করে ভদ্রেশ্বরে তার মেয়ের বাড়ি ঘুরতে চলে যান। তাকে দেখাশোনা করারও কেউ ছিল না। রবিবার সকাল থেকে ফ্ল্যাটের বাইরে খবরের কাগজ পড়ে থাকতে দেখে এবং কয়েক দিন ধরে বৃদ্ধাকে না দেখতে পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ এসে ফ্ল্যাটের কোলাবসিবলের গেট ভেঙে ভেতরে ঢোকে। ঘণ্টাদুয়েক পর মেয়ে ইন্দ্রাণীকে নিয়ে পৌঁছান সুজাতা। তিনি ফ্ল্যাটের আরেকটি ঘরের চাবি খোলেন। দেখা যায়, বৃদ্ধা ওই ঘরের একটি খাটে ঘুমিয়ে আছেন। তিনি কানে প্রায় শোনেন না। চোখেও কম দেখেন। দেওয়াল ধরে ধরে কোনোমতে হাঁটেন।

সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ওই বৃদ্ধার পুত্রবধূ সুজাতা ও নাতনি ইন্দ্রাণী সকলের উপস্থিতিতে পুলিশের সামনে তাদের ভুল স্বীকার করেন।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official