বলিউড পাড়ায় হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বিয়ের গুঞ্জন। ২০২০ সালে রোহান শ্রেষ্ঠ নামের এক ভক্তের সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন ‘স্ত্রী’খ্যাত এই তারকা। বৃহস্পতিবার (১১ জুলাই) শ্রদ্ধার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর, বিষয়টির সত্যতা যাচাই করতে ভারতীয় একটি সংবাদমাধ্যম থেকে তার বাবা শক্তি কাপুরের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন প্রবীণ এই অভিনেতা স্বভাবসুলভভাবে রসিকতা করে বিষয়টি উড়িয়ে দেন।মজার ছলে শক্তি কাপুর বলেন, ‘সত্যি? আমার মেয়ে বিয়ে করতে যাচ্ছে? অনুগ্রহ করে এই বিয়েতে আমাকে দাওয়াত দিতে ভুলবেন না!’ অপরদিকে আবার শোনা যাচ্ছে শ্রদ্ধার মা শিবাঙ্গী কাপুর মেয়ের বিয়ের ব্যপারে অনেক কিছু ভেবে রেখেছেন। ইতিমধ্যেই বিয়ের তোড়জোড়ও নাকি শুরু হয়ে গিয়েছে কাপুর বাড়িতে।
ফারহানের সঙ্গে সম্পর্কে ভাঙার পর শ্রদ্ধা আর দেরি করতে চাইছেন না। শ্রদ্ধা চাইছেন দেরি না করে রোহনের সঙ্গে এবার বিয়েটা সেরে ফেলতে। তবে শ্রদ্ধাও নাকি ঠিক করেছেন অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের মতো বিয়ের পরেও অভিনয় বজায় রাখবেন।
এর আগে শ্রদ্ধার সঙ্গে সম্পর্কের বিষয়ে রোহন বলেছিলেন, “গত ৯ বছর ধরে আমাদের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু আমি ওকে ডেট করছি না। একটা পার্টিতে আমি প্রথম ওকে দেখি। প্রথম দেখাতেই খুব মিষ্টি লেগেছিল ওকে। কিন্তু আমরা শুধুই ভাল বন্ধু।”
প্রসঙ্গত, রোহন শ্রেষ্ঠা খ্যাতনামা ফটোগ্রাফার রাকেশ শ্রেষ্ঠার ছেলে। রোহন নিজেও একজন সেলিব্রিটি ফটোগ্রাফার। এ বছরের শেষে কিংবা ২০২০র প্রথমেই রোহন ও শ্রদ্ধা সাত পাকে বাঁধা পড়বেন বলে খবর শোনা যাচ্ছে।
এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে প্রভাস ও শ্রদ্ধা কাপুর অভিনীত `সাহো`র টিজার ও প্রথম গান। এটি শ্রদ্ধার প্রথম দক্ষিণী ছবি। এছাড়াও আগামী বছর মুক্তি পাবে `স্ট্রিট ডান্সার 3D`ও `বাঘি 3` সহ শ্রদ্ধার বেশ কয়েকটি ছবি।