এপ্রিল ২৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল রাজণীতি

হিজলায় আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচী, ১৪৪ ধারা জারি

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের গরুরহাট ময়দানে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আজ শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ ধারা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ। হিজলা থানার ওসি ইউনুস মিয়া বলেন, আওয়ামী লীগের দুই পক্ষ একইস্থানে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা করেছেন।

এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশংকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। জানা গেছে, জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র অনুসারী হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খান গরুরহাট ময়দানে ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের ঘোষণা দিয়েছেন।

অপরদিকে একইস্থানে একই সময়ে বরিশাল-৪ আসনের সংসদ সদস‌্য পংকজ নাথের সমর্থক হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার কর্মী সভা ডেকেছেন।

এ কারণে ১৪৪ ধারা জারি করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ বলেন, যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official