তানজিম হোসাইন রাকিবঃ বিএমপি বন্দর থানার অভিযানিক টিম -১, গোপন সংবাদের ভিত্তিতে ২৫-০৭-২০২২ খ্রিঃ, দুপুর ০২ ঘটিকায় বন্দর থানাধীন ০৭নং চরকাউয়া ইউনিয়নের ০২নং ওয়ার্ড, চরকাউয়া সাকিনস্থ বাংলালিংক টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোঃ সাব্বির হাওলাদার (২১), পিতা – মোঃ রফিক হাওলাদার, মাতা- মোসাঃ রেহানা বেগম, সাং-গোমা, থানা-বাকেরগঞ্জ, জেলা- বরিশাল এর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাকে আটক করেন।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।