ওয়েস্ট ইন্ডিজদের ইনিংস তখন সপ্তম ওভার শেষ হয়ে অষ্টম ওভারে পড়েছে। রুবেল হোসেনের করা প্রথম বলে এলবিডব্লিউর জোরালো আবেদন করে বাংলাদেশ। প্রথমে আবেদন নাকচ করে দেন আম্পায়ার। আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে রিভিউ আবেদন করে টাইগাররা।
এতে দেখা যায়, বলটি অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢুকলেও বলটির ৫০ শতাংশের বেশির ভাগ স্টাম্পে গিয়ে লাগত। আর এই রিভিউর উপর ভিত্তি করে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার। মাত্র ৫ রানেই সাজঘরে ফিরতে হয় দিনেশ রামদিনকে। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ তখন ৪ উইকেটে ৫৮ রান।
এরপরও ফ্লেচার ও পাওয়েলের ব্যাটে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিলো ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আর পেরে উঠতে পারেনি তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৫৯ রানে থামে ক্যারিবীয়রা।
ম্যাচ শেষে এই আউটের সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন ক্যারিবীয়দের টি-টোয়েন্টি অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট। তার দাবি, রামদিনের ডিআরএসের ফলাফলটি প্রশ্নবিদ্ধ ছিল!
এদিন, সিরিজের দ্বিতীয় ম্যাচ হারলেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের আশাবাদ ব্যক্ত করেন ক্যারিবীয় অধিনায়ক। ব্রাথওয়েট বলেন, আমাদের ফিরে আসার বিষয়ে আমি পূর্ণ আত্মবিশ্বাসী। কখনো কখনো আপনার খারাপ দিন যাবেই। প্রথম ম্যাচে আমরা যেভাবে খেলেছি, তা খেলতে পারল সিরিজ আমাদের হবে।
আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ফ্লোরিডায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।