গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় এক কলেজছাত্রী নিহত নিয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী চালকের সহকারীকে পিটিয়ে আহত করার পাশাপাশি গাড়িতে আগুন দিয়েছে।
আজ শনিবার দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ফারজানা আক্তার মীম। তিনি গাজীপুর বড়বাড়ি এলাকার ফারুক হোসেনের মেয়ে এবং সরকারি সফিউদ্দিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
গাজীপুর ট্রাফিকের জ্যেষ্ঠ এএসপি সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, রাস্তা পার হওয়ার সময় ওই ছাত্রীকে চাপা দেয় কাভার্ড ভ্যানটি। তাকে টঙ্গী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী কাভার্ড ভ্যানটিতে আগুন দেওয়ার পর তা নেভাতেও বাধা দেয় বলে এএসপি সালেহ উদ্দিন জানান।