এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা

চিকিৎসকসহ সারাদেশে ৭৭৮৫ জন করোনায় আক্রান্ত

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ সর্বমোট ৭ হাজার ৭৮৫ জন। তাদের মধ্যে ২ হাজার ৬৮৮ জন চিকিৎসক, ১ হাজার ৯৩১ জন নার্স এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ৩ হাজার ১৬৬ জন।

রাজধানীতে ভাইরাসটিতে আক্রান্ত চিকিৎসক ও নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে ২৯ আগস্ট পর্যন্ত ঢাকাতে ৮০৮ জন চিকিৎসক, ৭৭৬ জন নার্স এবং ৪৪০ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ড. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. ইহতেশামুলহক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত কিংবা করোনার উপসর্গ নিয়ে ৮১ জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন শ্রেণির সর্বমোট ৩ লাখ ৮ হাজার ৯২৫ জন করোনা রোগী শনাক্ত হয়।

সারাদেশে মোট আক্রান্ত চিকিৎসক নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঢাকায় ২৬ শতাংশ আক্রান্ত হয়েছেন।

সম্পর্কিত পোস্ট

করোনা: বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে

banglarmukh official

বিশ্বে একদিনে করোনা শনাক্ত প্রায় ৫ লাখ, মৃত্যু ১১৫২

banglarmukh official

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৯৯, হার ১৩.৬০ শতাংশ

banglarmukh official

করোনায় আরও ৪৫৪ মৃত্যু, শনাক্ত আড়াই লাখের নিচে

banglarmukh official

বিশ্বে করোনায় একদিনে ১১৮৯ মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৩২ হাজার

banglarmukh official

বিশ্বে করোনায় আরও ১১৭০ মৃত্যু, শনাক্ত সোয়া চার লাখ

banglarmukh official