ঈদের ৭ দিন পর বরিশাল ঢাকা নৌরুটে শুরু হয়েছে লঞ্চের স্পেশাল সার্ভিস।
শনিবার স্পেশাল সার্ভিসের দ্বিতীয় দিনে মোট ১১টি লঞ্চ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্য। এছাড়া দুপুরে ডে সার্ভিসের একটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। তবে যাত্রী চাপের কারণে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এসব লঞ্চে।
লঞ্চের ডেক থেকে শুরু করে ছাদে পর্যন্ত প্রচন্ড ভীর রয়েছে যাত্রীদের।
বরিশাল নদী বন্দর সূত্রে জানা গেছে, নিয়মিত গ্রিনলাইন ৩, পারাবাত ১২, কালাম খান ১, সুন্দরবন ১০ এবং স্পেশলা কুয়াকাটা ২, মানামী, এ্যাডভেঞ্চার ১, ৯, সুরভী ৮, পূবালী ১, ৭ ও সম্রাট ৭ লঞ্চ ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে।
এর মধ্যে গ্রীনলাইন ছেড়ে গেছে দুপুরেই। সন্ধ্যায় বরিশাল নদী বন্দরে গিয়ে প্রতিটি লঞ্চেই যাত্রী দেখা গেছে পরিপূর্ণ।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল করার জন্য মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া অতিরিক্ত যাত্রী বহন করা থেকে বিরত রাখা হচ্ছে লঞ্চগুলোকে।