মুক্ত গনমাধ্যমের দাবী নিয়ে বরিশালে নব গঠিত বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের প্রথম সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিকাল ৫টায় এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কাজী আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ। এছাড়া সংবাদ পত্রের প্রয়োজনীয়তা, ভূমিকা ও অধিকার নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহামুদ ও সহ-সভাপতি জাগো নারী পত্রিকার প্রকাশক ও সম্পাদক গোপাল সরকার। যুগ্ম-সাধারন সম্পাদক সময়ের বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম লোকমান হোসাইন ও দেশ জনপদ পত্রিকার সম্পাদক মির্জা রিমন। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বরিশালের আজকাল পত্রিকার সম্পাদক দেলোয়ার হোসেন ও দৈনিক হিরন্ময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজকের সুন্দরবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুজিব ফয়সাল, সহ-সাংগঠনিক সম্পাদক আলোকিত বরিশাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলাল মিয়া, কোষাধ্যক্ষ ন্যায়-অন্যায় পত্রিকার সম্পাদক শাহীন হাসান, দপ্তর সম্পাদক দখিনের কন্ঠ পত্রিকার সম্পাদক এম মিরাজ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দখিনের প্রতিবেদন পত্রিকার প্রকাশক রাইসুল ইসলাম অভি, ক্রীড়া সম্পাদক দক্ষিনের কাগজ পত্রিকার সম্পাদক এম সালাউদ্দিন, গন যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সংবাদ সকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে.এম শামছুদ্দোহা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলার বনে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশিদ নোমানি, ধর্ম বিষয়ক সম্পাদক সংবাদ সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাওলানা ইমরানুল হক, আইন বিষয়ক সম্পাদক দখিনের প্রতিবেদন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহিদ খান, সাংস্কৃতিক সম্পাদক বরিশালের মুখপত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক ফারুক লিটু, নির্বাহী সদস্য আজকের সুন্দরবন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বেলায়েত হোসেন, দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তালুকদার সোহেল, বরিশালের খবর পত্রিকার প্রকাশক রফিকুল ইসলাম পনু এবং বরিশালের খবর পত্রিকার সম্পাদক শাহিন সুমন।