অবাধ মুক্ত তথ্য প্রবাহ জনগনের অধিকার আমাদের অঙ্গিকার এ শ্লোগান নিয়ে চলা বরিশাল পেশাধারী সাংবাদিকদের সংগঠন বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)১৮ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিআরইউ কার্যালয়ে দিনব্যাপি এ সাধারন সভা অনুষ্ঠিত হয়।
বিআরইউ সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভায় বিগত দিনের রিপোর্ট উপাস্থাপন করেন সাধারন সম্পাদক বাপ্পি মজুমদার।
বিআরইউ’র আয়-ব্যায়ের উপর রিপোর্ট পেশ করেন কোষাধাক্ষ রবিউল ইসলাম।
এসময় রিপোর্টের উপর আলোচনা করেন পরিতোষ সরকার,এস.এম মিনার,আনিসুর রহমান,মোখলেচুর রহমান মনি।
বার্ষিক সাধারন সভার সাধারন আলোচনা সভায় বক্তব্য রাখেন মিথুন সাহা,শুশান্ত ঘোষ,তন্ময় তপু,দপ্তর সম্পাদক মুসফিক সৌরভ,মাসুক কামাল ও কামরুল আহসান।
বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যক্রম আরো গতিশীল করা নিয়ে আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন,সিনিয়র সাংবাদিক এ্যাড. তপন চক্রবর্তী ও সিনিয়র সাংবাদিক এ্যাড. মানবেন্দ্র ব্যাটবল প্রমুখ।
বার্ষিক সাধারন সভায় বলা হয় নগরীর অপসাংবাদিকতা বন্ধ ও প্রতিরোধ করার জন্য সকল সদস্যদের স্বোচ্ছার হওয়ার আহবান জানানো হয়।