28 C
Dhaka
অক্টোবর ২৫, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা প্রচ্ছদ বরিশাল

বিপিএলে বরিশাল নামের দল চেয়ে দূর্বার তারুণ্যের মানববন্ধন

আজ সোমবার সকাল ১১:০০টায়  ক্রিকেট প্রেমীদের ও সেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন দূর্বার তারুণ্যের আয়োজনে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে “বিপিএলে বরিশাল নামের দল চাই” শিরোনামে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন দূর্বার তারুণ্যের সভাপতি জাকারিয়া আলম দিপুর সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তিতা রাখেন ক্রিয়া সংগঠক গাউসল আলম লিটন,  বেসিক ক্রিকেট একাডেমির পরিচালক ও হেড কোচ এজাজ আল মাহমুদ সুজন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বিএম কলেজ শাখার সভাপতি মোঃ মারুফ হোসেন,  বরিশাল বে-সরকারী সার্ভেয়ার এসোসিয়েশনের সহঃ সাংগঠনিক সম্পাদক কাজী সাইফুল,  ক্রিকেটভক্ত  আরেফিন পারভেজ।

এসময় আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন দূর্বার তারুণ্যের সহ সভাপতি ইমরান খান ইমন, সাধারন সম্পাদক নুরে আলামিন বাপ্পী, সাংগাঠনিক সম্পাদক নাজিবুল্লাহ নোমান, দপ্তর সম্পাদক ফাহিম আহমেদ, ক্রিয়া সম্পাদক ফারানুর ইসলাম রাফি, মোয়াইমিনুল শুভ সহ অন্যান্য সদস্যবৃন্ধ।

এসময় বক্তারা বরিশালের নব নির্বাচিত সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র দৃষ্টি আকর্ষন করে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন।এছাড়া আরো বলেন,  বর্তমানে বরিশালে সঠিক সময়ে খেলাধুলা না হওয়া ও মহল্লা মহল্লায় খেলাধুলার মাঠের অভাবে খেলাধুলা হারিয়ে যাচ্ছে। ফলে তরুন সমাজ মাদকাশক্তের দিকে দিন দিন ধাবিত হচ্ছে।

তাই মাদকাশক্ত থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য খেলাধুলা আয়োজন করার জন্য উদাত্ত আহবান জানান।উক্ত মানবন্ধনে বরিশালের সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ৫ই জানুয়ারী বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের ৬ষ্ঠ আসরের পর্দা উঠবে। কিন্তু ৪ বার অংশগ্রহন করা টিম বরিশাল গতবারের মত এবারের বিপিএলও বঞ্চিত হচ্ছে ৬ষ্ঠ আসরে। তাই ক্রিকেট প্রেমীদের ও সেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন দূর্বার তারুণ্যের আয়োজনে “বিপিএলে বরিশাল নামে দল চাই” শিরোনামে মানববন্ধন আয়োজন।

সম্পর্কিত পোস্ট

রাষ্ট্রপতির বিষয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

banglarmukh official

বিএনপি-জামায়াতসহ সব দলকে একতাবদ্ধ থাকতে হবে: মামুনুল হক

banglarmukh official

গৌরনদী বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

banglarmukh official

পায়রা সমুদ্রবন্দরের দিকে এগিয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’

banglarmukh official

ভারতকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

banglarmukh official

সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতির অপসারণ দাবিতে জাতীয় ঐক্যের ডাক

banglarmukh official