প্রিন্স মুন্সি :
মারামারির অভিযোগে বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদারের ছেলে ইয়াফি (১৭) সহ ৩ কিশোরকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে বক্সিং খেলার রিং বিশিষ্ট বিশেষ ধরনের গ্লোভস উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রতিপক্ষের উপর হামলার জন্য রিং বিশিষ্ট এ গ্লোভস ব্যবহার করে এ কিশোরারা।
গতকাল সন্ধা সারে ৬ টার দিকে নগরীর নতুন বাজার পুলিশ ফাঁড়ির টিএসআই এদেরকে আটক করে কোতয়ালী থানায় সোপর্দ করে। আটক কৃত অন্য দুই কিশোর হলো, সামিউল ও আমিনুল। এ ঘটনায় আনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনার পর পরই থানা হাজত থেকে বিএনপি নেতার ছেলেকে ছাড়িয়ে নিতে বিভিন্ন মহল থেকে লবিং তদ্বির শুরু করে।