ইমিগ্রেশন শেষ হয়েছে ঘণ্টাখানেক আগেই। সকাল ৯টা ৫৫ মিনিটে ফ্লাইট টাইম হলেও কাকডাকা ভোরেই হজযাত্রীরা আশকোনা হজ ক্যাম্পে হাজির হন। স্বজনরা চোখের জলে বিদায় জানান হজযাত্রীকে। কিন্তু বিদায় দিলেও মনটা মানতে চায় না। আর তাইতো হজ ক্যাম্প থেকে হজযাত্রীরা যখন বাসে উঠে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন, তখনও স্বজনরা কেউ বের হওয়ার রাস্তার মুখে কেউ রেলগেটের সামনে আবার কেউবা বিমানবন্দরে প্রবেশের মুখে অশ্রুসিক্ত নয়নে হজযাত্রীদের একনজর দেখতে অপেক্ষায় থাকেন।
বাসে ওঠার ঠিক আগ মুহূর্তে হজযাত্রীদের একজন ৭-৮ বছর বয়সী ছেলেকে কাঁদতে দেখে সামনে এগিয়ে যেতে চাইলে নিরাপত্তাপ্রহরীরা আটকে দেন। বাসে উঠে বাবাও চোখের জলে বিদায় নেন।