এপ্রিল ১৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বিনোদন

‘অন্তরঙ্গ দৃশ্যের জন্য বাড়তি পারিশ্রমিক নিয়েছি’

বলিউডের হালের ক্রেজ নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত বাবুমশাই বন্দুকবাজ সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী বিদিতা বাগ।

সিনেমাটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এ জুটির রসায়নের জন্য। তবে এর আগে একই সিনেমায় যৌন দৃশ্যের শুটিং করতে গিয়ে ঝামেলা হওয়ায় এটি থেকে সড়ে দাঁড়ান অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। তাই এ বিষয়ে বিদিতার অভিজ্ঞতা কী তা জানার কৌতূহল অনেকেরই রয়েছে।

সিনেমায় নওয়াজের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যগুলো শুটিং করা কতটা সহজ অথবা কঠিন ছিল? এমন প্রশ্নের উত্তরে বিদিতা এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি এর আগেও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছি কিন্তু নওয়াজ প্রথমবারের মতো এ রকম রোমান্টিক দৃশ্যে অভিনয় করছিল। আমি বুঝতে পারলাম না, চিত্রাঙ্গদা সিং কেন সিনেমাটি থেকে সরে গেল, যেখানে তার যৌন দৃশ্যগুলো আগেই শুটিং করা হয়েছিল। কিন্তু যাই হোক না কেন এতে আমার লাভ হয়েছে। আমি যৌন দৃশ্যের জন্য বাড়তি পারিশ্রমিক নিয়েছি। ’

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে, তারা বলিউডের প্রথা মেনে দৃশ্যগুলোর শুটিং করছিল কিন্তু এতে সাবলীল ব্যাপারটি পাওয়া যাচ্ছিল না। আমি পরিচালক কুশাল নন্দির অস্বস্তি বুঝতে পারছিলাম, কিন্তু তিনি কিছু বলতে পারছিলেন না কারণ ইতোমধ্যে একজন অভিনেত্রী বেরিয়ে গেছেন। আমি তাকে শান্ত হতে এবং যদি প্রয়োজন হয় রিটেক নিতে বলি, তিনি মাথা নেড়ে সম্মতি জানান। আমি মনে করি, যদি যৌন দৃশ্য করতে হয় তাহলে সেটি যথাযথভাবে করা উচিৎ। দৃশ্যগুলোতে কোনো অশ্লীলতা নেই। কিছু মানুষ সেটি পছন্দ করছেন, আবার কেউ অপছন্দও করছেন, তারা হয়তো রক্ষণশীল। ’

বাবুমশাই বন্দুকবাজ সিনেমাটিতে নওয়াজউদ্দিন সিদ্দিকী, বিদিতা বাগ ছাড়াও অভিনয় করছেন যতীন গোস্বামী, শ্রদ্ধা দাশ, মুরলি শর্মা এবং দিব্যা দত্ত। ২৫ আগস্ট মুক্তি পেয়েছে সিনেমাটি।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

জয়া যেন উঠতি বয়সি তরুণী, ভাইরাল ভিডিও

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official