লাইসেন্স দেখার গাড়ি থামানোর সংকেত দিলে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পিক-আপ উঠিয়ে দিয়েছে চালক।
বুধবার দুপুরে রাজধানীর শনির আখড়ায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের উপর পিকআপ উঠিয়ে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে।
ভিডিওতে দেখা যাচ্ছে- আন্দোলরত শিক্ষার্থীরা একটি পিক-আপকে থামানোর চেষ্টা করে। এ সময় পিক-আপটি আসতে আসতে সামনের দিকে এগিয়ে যায়। একি পর্যায়ে এক শিক্ষার্থীর উপর পিক-আপ উঠিয়ে দিয়ে পালিয়ে যায়। ওই শিক্ষার্থী পিক-আপের দুই চাকার মাঝে পড়ে আহত হয়।
এই ভিডিও প্রসঙ্গে একটি ফেসবুক আইডিতে লেখা হয়েছে, ‘শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল। প্রতিটি গাড়ির ড্রাইভারের লাইসেন্স চেক করা হচ্ছিল। লাইসেন্স না থাকলে ড্রাইভারকে নামিয়ে ভাংচুর করা হচ্ছিল। একটি পিক-আপের ড্রাইভারকে থামিয়ে লাইসেন্স চেক করার চেষ্টা করা হলে একজন ছাত্রের গায়ের ওপর দিয়ে উঠিয়ে দিয়ে চলে যায়।