এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আইটি টেক

এবার ‘মন পড়ার’ ডিভাইস আনছে ফেসবুক!

হাত দিয়ে আর টাইপ করতে হবে না। যে কথা মনে আসবে, সেটি অটোমেটিক লিখে ফেলবে ডিভাইস। কয়েক বছরের মধ্যে এমন একটি বিস্ময়কর প্রযুক্তি আনার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান ফেসবুক।

২০১৭ সালের এফ৮ ডেভেলপার সম্মেলনে ফেসবুক জানায় তারা ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রোগ্রাম নিয়ে কাজ করছে, যেটা ব্রেনের ভাবনা পড়ে টাইপ করতে পারবে। তারপর এতদিন বিষয়টি নিয়ে আর মুখ খোলেনি প্রতিষ্ঠানটি।

প্রায় আড়াই বছর পর প্রযুক্তিটির বিস্তারিত জানাল ফেসবুক।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সঙ্গে ফেসবুক যৌথভাবে ডিভাইসটি তৈরি করছে।

গবেষণার অংশ হিসেবে তিনজন মৃগী রোগীর ব্রেনে তাদের অনুমতি নিয়ে অস্থায়ী ইলেকট্রোড ইনস্টল করা হয়।

গবেষকেরা বলছেন, ‘আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেম ওই তিন ব্যক্তির মুখের কথা শেষ করার আগেই ৬১ শতাংশ ক্ষেত্রে সেটি বুঝতে পেরেছে।

গত কয়েক মাসে সফলতার হার ৭৫ শতাংশে উঠেছে।

প্রতি মিনিটে ১০০ শব্দ লেখার সক্ষমতা অর্জন করার টার্গেট নিয়েছেন বিজ্ঞানীরা। যেখানে থাকবে ১ হাজার শব্দ। ভুলের হার প্রাথমিকভাবে ১৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

ডিভাইসটি পরিধানযোগ্য হবে বলে জানিয়েছে ফেসবুক।

সম্পর্কিত পোস্ট

নগ্ন ছবি লেনদেন আটকে দেবে গুগলের নতুন ফিচার

banglarmukh official

অন্য কেউ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে কি না কীভাবে বুঝব?

banglarmukh official

সারাদিন ল্যাপটপে কাজ, চোখের চাপ কমাতে যা করা উচিত

banglarmukh official

হোয়াটসঅ্যাপের ক্যামেরায় নতুন ফিচার

banglarmukh official

যেসব ভুলে হ্যাক হতে পারে স্মার্টফোন

banglarmukh official

ফোনের চার্জার সবসময়ই কেন সাদা বা কালো রংয়ের হয়?

banglarmukh official