অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় ঐশ্বরিয়া-রণবীর কাপুর, কি অ্যান্ড কা সিনেমায় কারিনা কাপুর-অর্জুন কাপুর এবং বার বার দেখো সিনেমায় ক্যাটরিনা কাইফ-সিদ্ধার্থ মালহোত্রাকে রোমান্স করতে দেখা গেছে। বলিউডে এখন কম বয়সি অভিনেতার সঙ্গে রোমান্স যেন স্বাভাবিক একটা বিষয়।
তবে এক্ষেত্রে শর্ত দিয়ে বসলেন বলিউড অভিনেত্রী কাজল।
সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রী কাজল দেবগন অভিনীত সিনেমা ভেল্লাইলা পাট্টাধারি–টু। এতে অভিনেতা ধানুশের সঙ্গে অভিনয় করেছেন কাজল। যদিও সিনেমায় তাদের জুটি হিসেবে দেখা যায়নি।
তবে এক সাক্ষাৎকারে কম বয়সি অভিনেতার সঙ্গে রোমান্সের বিষয়ে প্রশ্ন করা হলে কাজল বলেন, ‘এটি চিত্রনাট্যের ওপর নির্ভর করবে। যদি চিত্রনাট্যে এমনটা থাকে তবে আমি এর বিরোধিতা করব না। আমার পক্ষ থেকে কোনো সমস্যা থাকবে না। এখন সিনেমার বিষয়বস্তু একটু ভিন্ন ধরনের আর পরিচালকরা তাদের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে খুব ভালোভাবে কাজ করছেন, এটি সত্যিই অসাধারণ। ’
এ সময়ের কম বয়সি কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে তিনি সবচেয়ে বেশি আগ্রহী? এমন প্রশ্নের উত্তরে কাজল হেসে বলেন, ‘নতুন প্রজন্মের যে অভিনেতাকেই আমার বিপরীতে নেওয়া হোক না কেন তাকে বালকসুলভ না হয়ে পুরুষালি হতে হবে। আমি কারো নাম বলতে চাই না। ’