20 C
Dhaka
ফেব্রুয়ারি ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

কোয়েলের কোলে সদ্যোজাত ফুটফুটে শিশু

কোলে ফুটফুটে সদ্য়জাতকে নিয়ে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই টলিউড অভিনেত্রী কোয়েলের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

তবে কোয়েলের কোলে এই শিশুটি কে? খুব স্বাভাবিকভাবেই এনিয়ে প্রশ্নের অন্ত নেই। সকলেরই প্রশ্ন তবে কি মা হলেন রঞ্জিত মল্লিক কন্যা? অবশ্য, কোয়েলের মা হওয়ার কথা একবারেই সত্যি নয়। ছবি পোস্ট করার পাশাপাশি ক্যাপশানে কোয়েল এ কথা স্পষ্ট করে দিয়েছেন শিশুটি তাঁর প্রিয় বন্ধু অন্তরার সদ্যোজাত ‘রাজপুত্র’।

কোয়েলের এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সকলেই সদ্য়োজাত সন্তান ও তাঁর মা অর্থাৎ কোয়েলের বন্ধু অন্তরার জন্য শুভকামনা জানিয়েছেন।

প্রসঙ্গত, কোয়েল মল্লিক অবশ্য এই মুহূ্র্তে তাঁর দুটি ছবির কাজ নিয়ে বেশ ব্যস্ত। অরিন্দম শীল পরিচালিত ‘মিতিন মাসি’ ছবিতে মহিলা গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে। অন্যদিকে হোম প্রোডাকশন সুরিন্দর ফিল্মস প্রযোজিত ছবি ‘বনি’তে তাঁকে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে। বনি ছবিটির পরিচালনাও করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনেই তৈরি হচ্ছে এই ছবি। ‘বনি’তে কোয়েল, পরমব্রত ছাড়াও রয়েছেন অঞ্জন দত্ত, কাঞ্চন মল্লিকরা। ছবির সঙ্গীত পরিচালনা করছেন অনুপম রায়।

সম্পর্কিত পোস্ট

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

banglarmukh official

যেভাবে যুক্তরাষ্ট্রে সফল উদ্যোক্তা বরিশালের মেয়ে রোজা

banglarmukh official

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, মেহজাবীনের আবেগঘন পোস্ট

banglarmukh official

পুষ্পা-২ দেখতে গিয়ে পদপিষ্ট শিশুর অবস্থার উন্নতি, পাশে দাঁড়িয়েছেন আল্লু অর্জুন

banglarmukh official

মিশর ভ্রমণ করে যে স্বপ্ন পূরণ হলো মেহজাবীনের

banglarmukh official

শাড়িতে ভক্তদের নজর কাড়লেন শবনম ফারিয়া

banglarmukh official