28 C
Dhaka
সেপ্টেম্বর ২১, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ ঝালকাঠি বরিশাল

ঝালকাঠিতে পৃথক দুটি বাস দুর্ঘটনায় আহত ২০ যাত্রী

ঝালকাঠির রাজাপুর ও কাঠালিায় পৃথক দুটি বাস দুর্ঘটনায় অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। এ ঘটনায় সকাল থেকে ঢাকা-পাথরঘাটা রুটে যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে খুলনা-বরিশাল মহাসড়কের রাজাপুরের নৈকাঠি পালবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস বৈশালী ক্ল্যাসিক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে ১৫ যাত্রী আহত হয়েছে।

অপরদিকে ঢাকা-পাথরঘাটা রুটের কাঠালিয়ার আমুয়া তালতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী লাবিব পরিবহনের একটি বাস ব্রিজের রেলিংয়ে উঠে গিয়ে অন্তত ৫ যাত্রী আহত হয়েছে। এ ঘটনায় পাথরঘাটা-ঢাকা রুটে যান চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, দুর্ঘটনার শিকার বাস দুটি উদ্ধারে কাজ চলছে। তবে ইজিবাইক চলাচল করলেও বাস ও ট্রাকসহ বড় গাড়ি বন্ধ রয়েছে।

রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, রাজাপুরের নৈকাঠি পালবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস থেকে অনেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। তারা রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, রেকার খবর দেয়া হয়েছে। বাসটিকে পুকুর থেকে তোলার পর নিশ্চিত হওয়া যাবে নিচে কেউ আছে কিনা, তবে এখন (বিকেল ৩টা) পর্যন্ত কেউ নিখোঁজ বা নিহত নেই।

কাঠালিয়া থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, কাঠালিয়ার আমুয়া তালতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লাবিব পরিবহনের একটি ঢাকাগামী বাস ব্রিজের রেলিংয়ে উঠে গিয়ে ৫ যাত্রী আহত হয়েছে। ইজিবাইক চলাচল করলেও বাস ও ট্রাকসহ বড় গাড়ি বন্ধ রয়েছে।

সম্পর্কিত পোস্ট

আনসারের বরিশাল রেঞ্জের উপ মহাপরিচালক মোঃ ফখরুল আলম সাময়িক বরখাস্ত

banglarmukh official

তোফাজ্জলকে হত্যার আগে পরিবারের কাছে চাওয়া হয়েছিল ২ লাখ টাকা

banglarmukh official

ঢাবিতে পিটিয়ে হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে থানায় সোপর্দ

banglarmukh official

দক্ষিণ কোরিয়ায় সাগরে ডুবে নরসিংদীর ২ যুবকের মৃত্যু

banglarmukh official

২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও চলবে মেট্রোরেল, থামবে কাজীপাড়া

banglarmukh official

বন্ধুদের সঙ্গে আড্ডার পরদিন ঘরে মিলল রক্তাক্ত লাশ

banglarmukh official