আইসিসির ‘ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ’ বা টেস্ট বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ। শুরুটা রীতিমত দুঃস্বপ্নের মতো হলো বিরাট কোহলির দলের। ওয়েস্ট ইন্ডিজের পেসারদের আগুনে গোলার সামনে ভীষণ অসহায় দেখাচ্ছে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন-আপকে।
অ্যান্টিগায় টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই ক্যারিবীয় পেসের সামনে অস্বস্তিতে দেখা যায় সফরকারিদের। প্রথম চার ওভার কোনোমতে পার করেছিলেন দুই ওপেনার লোকেশ রাহুল আর মায়াঙ্ক আগারওয়েল। রান উঠে মাত্র ৫।
পঞ্চম ওভারে এসেই জোড়া আঘাত হানেন কেমার রোচ। ওভারের দ্বিতীয় বলে মায়াঙ্ক আগারওয়েল (৫) আর ষষ্ঠ বলে চেতেশ্বর পূজারাকে (২) সাজঘরের পথ দেখান ক্যারিবীয় এই পেসার, দুজনই ডিফেন্স করতে গিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। ৭ রানে ২ উইকেট হারায় ভারত।
এরপর উইকেটে আসেন বিরাট কোহলি। দুই বাউন্ডারিতে ৯ রানে পৌঁছে যাওয়া ভারতীয় অধিনায়ককে পয়েন্ট এলাকায় ফাঁদে ফেলেন শেনন গ্যাব্রিয়েল, কাট করতে গিয়ে কোহলি ধরা পড়েন ব্রুকসের হাতে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩২ রান। লোকেশ রাহুল অপরাজিত ১১ রানে। আজিঙ্কা রাহানে এখনও রানের খাতা খুলতে পারেননি।