রাকিব সিকদার নয়নঃ-
আজ দুপুর আনুমানিক ০২.৩০ মিনিটে বছিলা ব্রিজের ঠিক পশ্চিম পার্শ্বের দিক দিয়ে কয়একজন সহপাঠী একসাথে নদীতে গোসল করার সময় একটি ছেলে ডুবে যায়।
এরপরে তাদের সহপাঠীরা হৈচৈ করলে পাশেই কিছু বেধে থাকে। তারা তারাতারি করে নদীতে নেমে পড়ে, অনেকক্ষণ খোজ করার পর এক লোকের পায়ে লেগেযায় ছেলেটি। তারপরে তাকে উঠানো হয়, উপরে উঠানোর কিছুক্ষন পরে হাসপাতালে নিয়ে যায়। ছেলেটির অবস্থা আশঙ্কাজনক। ছেলেটার সহপাঠীদের কাছ থেকে জানা যায়, তাদের মধ্যে অনেকেই সাতার জানেনা।