পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় নিখোঁজের ৫ দিন পর পেয়ারা গাছে ঝুলন্ত অবস্থায় শুভ মিস্ত্রী (২৬) নামে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ধলহার গ্রামের হিরা লাল মিস্ত্রীর পেয়ারা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বরগুনা জেলার নিপা মিস্ত্রীর সঙ্গে তিন বছর আগে শুভ মিস্ত্রীর বিয়ে হয়। গত এক বছর ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে নিপা মিস্ত্রী বাবার বাড়ি চলে যান। সম্প্রতি সজল মিস্ত্রী বিষয়টি মীমাংসা করে দেন। এর পর গত সোমবার থেকে শুভ মিস্ত্রী নিখোঁজ হন। গত বুধবার তার মা নেছারাবাদ থানায় জিডি করেন। আজ শনিবার পেয়ারা বাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি মো. জাফর আহম্মেদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।