20 C
Dhaka
ফেব্রুয়ারি ৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

ফারহান-ইভানা জুটির ঈদের চমক

ঈদুল আযহা উপলক্ষে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো শর্ট ফিল্ম ‘তুমিও আমার হতে পারতে’। আজব কারখানা নির্মিত এই শর্ট ফিল্মে অভিনয় করেছেন এ সময়ের তরুণদের পছন্দের জুটি মুশফিক আর ফারহান ও পারসা ইভানা।

জয় শাহরিয়ার এর গল্প ও চিত্রনাট্যে ‘তুমিও আমার হতে পারতে’ পরিচালনা করেছেন স্বরাজ দেব। লেখার পাশাপাশি সংগীত পরিচালনা করেছেন জয় শাহরিয়ার নিজেই। এডিট ও কালার করেছেন শাহরিয়ার শাহরুখ। ডি.ও.পি ছিলেন আমির হামজা।

চিরন্তন প্রেমের গল্প আর এই সময়ের প্রেক্ষাপটে এক যুগলের গল্প নিয়েই এই শর্ট ফিল্ম। এ প্রসংগে স্বরাজ দেব বলেন, ‘এই ঈদে বেশ কিছু কাজ করেছি যার মধ্যে এটা স্পেশাল। কারণ এর গল্প ও সবার টীম ওয়ার্ক।’

মুশফিক ফারহান বলেন, ‘এই ঈদে আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে বেশি নাটকে অভিনয় করেছি। তাই সবচেয়ে ভালো কিছু কাজও এবার দর্শকরা পাবেন আমার কাছে আশা করি। যার অন্যতম হবে ‘তুমিও আমার হতে পারতে।’

ইভানা বলেন, ‘আমি আর ফারহান জুটি হিসেবে গত এক বছরে বেশ কিছু আলোচিত কাজ করেছি। তাই এখন একদম মনের মত, বিশেষ কিছু না হলে আমরা একসাথে কাজ করিনা। এটা তেমনি একটা বিশেষ কাজ।’

প্রথমবারের মত চিত্রনাট্য লেখার বিষয়ে জয় শাহরিয়ার বলেন, ‘আমি গানের মানুষ। গান লেখার বাইরেও অন্য মাধ্যমে মাঝে মাঝে লিখেছি, তবে এটাই প্রথম চিত্রনাট্য। আমার ভালোই লেগেছে লিখতে। আর গান গুলো যেহেতু আমারই এই কাজে তাই সেটাও সাহায্য করেছে পুরো গল্প সাজাতে। আজব কারখানা ও আজব রেকর্ডসের প্রথম প্রযোজনা যেহেতু তাই আনন্দ ও উৎকণ্ঠা দুটোই বেশি।’

সম্পর্কিত পোস্ট

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

banglarmukh official

যেভাবে যুক্তরাষ্ট্রে সফল উদ্যোক্তা বরিশালের মেয়ে রোজা

banglarmukh official

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, মেহজাবীনের আবেগঘন পোস্ট

banglarmukh official

পুষ্পা-২ দেখতে গিয়ে পদপিষ্ট শিশুর অবস্থার উন্নতি, পাশে দাঁড়িয়েছেন আল্লু অর্জুন

banglarmukh official

মিশর ভ্রমণ করে যে স্বপ্ন পূরণ হলো মেহজাবীনের

banglarmukh official

শাড়িতে ভক্তদের নজর কাড়লেন শবনম ফারিয়া

banglarmukh official