22 C
Dhaka
নভেম্বর ২২, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া জাতীয় প্রচ্ছদ বরিশাল

বরিশালে অস্ত্র মামলায় বৃদ্ধের ১৭ বছর কারাদণ্ড

বরিশাল নগরীর তাজকাঠি থেকে রিভলবার, পাইপগান ও গুলিসহ গ্রেফতার আব্দুস সত্তারকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

একই সঙ্গে মামলার চার্জশিট থেকে সত্তারের ছেলে জসিম হাওলাদারের (৪১) নাম বাদ দেয়ায় তদন্ত কর্মকর্তা এসআই আনিসুর রহমানের কোনো গাফিলতি আছে কিনা তা আগামী ৬০ দিনের মধ্যে ট্রাইব্যুনালকে অবহিত করতে পুলিশ কমিশনারকে নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে স্পেশাল ট্রাইব্যুনাল-৬ এর বিচারক আশিকুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৮ জুন র্যাব-৮ এর সদস্যরা তাজকাঠি এলাকার সত্তারের ঘরে অভিযান চালিয়ে সত্তার ও তার ছেলে জসিমকে গ্রেফতার করে।

পরে বাবা-ছেলের দেখানো স্থান থেকে উদ্ধার করা হয় একটি করে রিভলবার ও পাইপাগান এবং ৬ রাউন্ড গুলি। এ ঘটনায় র্যাবের ডিএডি আলমগীর হোসেন বাদী হয়ে বাবা-ছেলেকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্তের দায়িত্ব পান এসআই আনিসুর রহমান। এসআই আনিসুর রহমান একই বছরের ১৭ জুলাই মামলার আসামি জসিমকে বাদ দিয়ে চার্জশিট দেন আদালতে। ৯ জনের সাক্ষ্য শেষে আদালতের বিচারক এ রায় দেন।

সম্পর্কিত পোস্ট

কুরআনের আয়াত পোস্টের সঙ্গে ২ ছবি শেয়ার, কী বার্তা দিলেন আসিফ নজরুল

banglarmukh official

সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্মান জানানোয় গোটা জাতি আনন্দিত

banglarmukh official

অবরুদ্ধ পেট্রোবাংলা, ভেতরে আটকা শত শত কর্মকর্তা

banglarmukh official

গরুর মাংসের দাম এখনও নাগালের বাইরে: ফরিদা আখতার

banglarmukh official

কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ: হাইকোর্ট

banglarmukh official

শহিদি মিছিলে যুক্ত হলেন আরও এক শিক্ষার্থী

banglarmukh official