এপ্রিল ১১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা প্রচ্ছদ

বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার কোচ গিবসন

তিন ফর্মেটেই জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ওটিস গিবসনের নাম ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। রাসেল ডোমিঙ্গোর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন গিবসন।

চুক্তি অনুযায়ী আগামী মাসে নিজ মাঠে সফরকারী বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে ২০১৯ আইসিসি বিশ্বকাপ গিবসন প্রোটিয়া দলের কোচের দায়িত্ব পালন করবেন।

বর্তমানে ইংল্যান্ড দলের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন গিবসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের চলমান সিরিজ শেষেই দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নেবেন এক সময় ক্যারিবীয় দলের কোচের দায়িত্ব পালন করা গিবসন।

সাবেক কোচ ডোমিঙ্গো এখন থেকে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও সিএসএর পক্ষ থেকে জানানো হয়।

৪৮ বছর বয়সী গিবসন ১৯৯৫-১৯৯৯ চার বছরের খেলোয়াড়ি জীবনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছেন। জাতীয় দলের হয়ে তার ক্যারিয়ার খুব দীর্ঘ না হলেও আঞ্চলিক দল বার্বাডোজও ইংলিশ কাউন্টিসহ মোট চারশ’র বেশি ম্যাচ খেলেছেন তিনি।

গিবসনের নিয়োগ সম্পর্কে সিএসএ প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, ‘দীর্ঘ প্রক্রিয়া শেষে প্রোটিয়া দলের প্রধান কোচ হিসেবে গিবসনকে পেয়ে আমরা আনন্দিত। ’

নিয়োগ পাওয়ার পর গিবসন বলেন, ‘আমার কোচিং ক্যারিয়ারে নতুন দায়িত্ব পেয়ে আমি আনন্দিত এবং আমাকে এমন সুযোগ দেয়ার জন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে আমাকে ছেড়ে দেয়ার জন্য ধন্যবাদ জানাই ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। খেলোয়াড় হিসেবে দক্ষিণ আফ্রিকায় আমার কিছু ভাল স্মৃতি আছে এবং এখন আমি কোচ হিসেবে দায়িত্ব পালনের জন্য মুখিয়ে আছি। ’

গিবসনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে ২৮ সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ। এরপর বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচের একটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official