27 C
Dhaka
নভেম্বর ২৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল বরিশাল

লঞ্চের ছাদে রাত কাটল বরিশালের নবদম্পতির

কেবিন না পাওয়ায় নতুন বউকে নিয়ে লঞ্চের ছাদেই ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন রাসেল। বাধ্য হয়েই লঞ্চের ছাদে রাত কাটাতে হয়েছে নবদম্পতিকে। বরিশাল নদীবন্দরে নোঙর করা ঢাকা-বরিশাল রুটের ঢাকাগামী পারাবত-১০ লঞ্চের ছাদে বৃহস্পতিবার সন্ধ্যায় এ চিত্র দেখা গেছে।

রাসেল উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের বাসিন্দা। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের সেলসম্যান। নববধূ সোনিয়া একই ইউনিয়নের বাসিন্দা। রাসেলের বোন পারভিন বলেন, বিয়ে হওয়ার কথা ছিল গত ঈদে। কিন্তু তখন লকডাউন পড়বে দেখে আয়োজন করা হয়নি। এরপর এ কুরবানি ঈদে বিয়ের সিদ্ধান্ত নেয় দুই পরিবার। আমরা ভেবেছিলাম, সরকার আগের ১৪ দিন লকডাউন দেওয়ায় কুরবানির পর লকডাউন দেবে না।

এজন্য ঈদের পর দিন বিয়ের আয়োজন করা হয়। বুধবারও জানতাম না, শুক্রবার থেকে আবার লকডাউন হবে। বৃহস্পতিবার দুপুরে শুনেছি। আয়োজন ছিল খাবারের। কিন্তু লকডাউন ঘোষণার কথা জেনে খাওয়া-দাওয়া না করেই নতুন বউ নিয়ে ঢাকা রওয়ানা দিয়েছি। যেতে কষ্ট হবে। কিন্তু কিছু করার নেই। রাসেল বলেন, একটা কেবিনের চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। নতুন বউ নিয়ে এভাবে খোলা আকাশের নিচেই যেতে হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে ইলিশে নিষেধাজ্ঞার ১৮ দিনে ৫৫৬ জেলের কারাদণ্ড

banglarmukh official

বরিশাল আদালত পেলো নতুন জিপি-পিপি-এপিপি

banglarmukh official

ববি শিক্ষার্থীদের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

banglarmukh official

বরিশালে বিআরটিসি বাস থেকে বিলুপ্ত প্রজাতির ২২২ কচ্ছপ উদ্ধার

banglarmukh official

বিএনপি-জামায়াতসহ সব দলকে একতাবদ্ধ থাকতে হবে: মামুনুল হক

banglarmukh official

গৌরনদী বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

banglarmukh official