কবিতাঃ কবি হতে আসিনি
শফিক আমিন
মানুষ না কবি ?
বদলে যেতে চাই যেমন করে ঢেঁকিছাটায় ধান মেরুণ হয়ে যায়;
বদলে যাবো আপাদমস্তক,
মমতার দেয়াল ভেঙ্গে কাছিমের খোলশে নেবো আশ্রয় !
মায়াবী হবো, বুকের লোমশ ছিড়ে দাঁড়াব পিশিপোড়া দলে ।
দেখাতে চাই আমি আর মানুষ নই !
বদলে যাবার জন্য অনেক কিছু পোড়াতে হয়,
জানি জেনে-শুনে এই আমি সতীদাহের কুপে ঝাপিয়ে পড়বো
মানুষের সর্বশ্ব সমর্পণ করবো আগুনের কাছে আগুন পারে মাবাত্মা স্থিমিত করতে ।
যেহেতু প্রেমের চেয়ে কবিতা বড়
মানবতার ঘাড় মটকে যখন কবিতা জন্মায়
তখন কবি তো মানুষ থাকেনা !
মানবতা উপেক্ষা করে কবিতার কি মূল্য আছে ?
খোদার কসম, আমি মানুষের অধিক কবি হতে আসিনি …