সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধন আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য খায়রুজ্জামান কামাল সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এবং সাংবাদিক নেতা কুদ্দুস অফ্রাদ, সাজ্জাদ আলম তপু, আখতার হোসেন, আবদুল মজিদ, শরিফুল ইসলাম বিলু, নুরুল ইসলাম হাসিব, অমরেশ রায়, মতলু মল্লিক, আশিষ কুমার দে ও কুদরত ই খুদা, ওসমান গণি বাবুল বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পেশাজীবীদের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। সাংবাদিকরা বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছে। ঐক্যের মাধ্যমে আমরা সব বাধা প্রতিরোধ করবো। রোববার দুর্বৃত্তদের হামলায় ২৩ জন সাংবাদিক আহত হয়েছে।
তারা বলেন, হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো। আর প্রতিবাদ নয় এখন থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে।
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কাল মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিইউজের বিক্ষোভ সমাবেশ এবং দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।