পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের আশেপাশের ১০ কিলোমিটারের মধ্যে কোনো শিল্পকারখানা গড়ে তোলা যাবে না বলে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী আদেশ আগামী মঙ্গলবার।
রোববার (২৫ আগস্ট) দুপুরে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এছাড়া সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে কয়টি শিল্প প্রতিষ্ঠান আছে আগামী ৬ মাসের মধ্যে তার তালিকা দাখিলের নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।
শিল্পায়নে ভয়াবহ হুমকির মুখে বিশ্বের একক বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বন সুন্দরবন। সরকার ঘোষিত প্রতিবেশগত সঙ্কটাপন্ন এলাকায় ১৪৯টি শিল্পকারখানা গড়ে উঠেছে। এর মধ্যে, অতিমাত্রায় দূষণ করে, এমন শিল্পকারখানাই ২৭টি।