কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় এ কথা জানিয়েছেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের নামে আমাদের ছাত্র-নাগরিক অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আমরা জাতীয় বীর হিসেবে ঘোষণা করবো। আন্দোলনে যারা অংশ নিয়েছেন, আহত হয়েছেন এ বিজয় আমরা তাদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।
এসময় সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, রাজপথ থেকেই চূড়ান্ত বিজয় ঘোষণা করা হবে। আজ রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারায় অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করা হবে। সেখানে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।