এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
সাহিত্য পাতা

কথা সাহিত্যিক শফিক আমিন এর ধারাবাহিক উপন্যাস

ভাঙ্গন (পর্ব – ৯)

মজিদ মিয়ার কতায় মাতা জাগাইছি, মোনে অয় উস ফির্রা পাইছি । তয় চোউক দিয়া পানি পড়ন থামে নায়, ছামনে খারাইন্না মানুষটারে আবছার নাহান দ্যাকতে আছি । মিচমিইচ্চা কালা দাড়ি, মতা ভরা চুল মানুষটারে মুই দ্যাকতে লাগজি এ্যাকটা অচেনা মানসের নাহান । মুক খু্ইট্টা কোনও কতা কই নাই । এ্যাকটু হানি দেইক্কাই চোউক নামেইছি । পা’র দিগে চাইয়া দেহি পায় তো কোনও জোতা-ছ্যাণ্ডেল নাই ! এই কতা তো এ্যাকবারও ভাবিনাই, মাদবারের ঘরে কাইল রাইতে ঘুমাইছালাম ।

পায় তো কাদার আহাল আছেলে না, তয় ব্যাডার বিছানেই কি মোর পা’র ধুল-কাদা পুইচ্ছা গ্যাছে ? হ্যাওতো দেহিনায়, হেলে কেডা মোরে মাদবারের ঘরে নিয়া হোওয়াইছে ? কেডাইবা পাও পোছাইয়া দেলহে ? মোনে মোনে কতা কয়ডা তর্জোমা করলাম, কিছু মিলাইতে পারছি আবার কিছু পারি নাই । আমি যহন কাইত অইয়া পরোন ধরছি হে সুমকা তো মজিদ মিয়া ধরছিল । হেরপরে দিয়া কোন হানে হোয়াইছিল উদ্দিস করতে পারিনাই ।

তহনই কি আমারে মাদবরের ঘরে নিয়া হোআই ছিল ? কিছুই মোনো করতে পারিনা ! সাতপাঁচ চিন্তায় মাতাডা গুরাইয় ওটছে আর হেই সোমায় মজিদ মেয়া কইল – : ভাবী, গরু দুইডা ওকুলের পুহৈরের পারে বাইন্দা থুইছি । কাইল রাইতেও হেইহানে আছেলে । মাদবারের ধারে চাইয়া দু’গাছ দড়ি নিছি । এ্যাহোন আবার সন্দা অইছে, কি করমু বুইজ্জা ওটতে পারিনা । কাইল হারা রাইতে ঘুমাই নায়, খালি এচিন্ত ওচিন্তা হরতে হরতে দেহি আয়জান দেছে । হেরপর উইট্টা যাইয়া গরু বানছি, পুহৈইর পারে বইয়া বইয়া চিন্তা হরতে আছেলাম হে সোমায়ই দেহি আমহে বাইরাইছেন ।

আমহেরে দেইক্কাই বোহে পানি আইছে । কাতাগুলান হুইন্না মোজিদ মেয়ার মোহের দিগে চাইলাম, মোনে অয় হে শরম পাইছে । না চাইলে মোনে অয় আরও কিছু কইতে । তয় কতা কয়ডা হুইন্না মোর মোনেও শান্তি আইছে । সব কিছু আরাইন্না দুখ্যোডা এ্যাকটু অইলেও কোমছে আর কি । মোনে মোনে ভাবলাম যাউক তয় মাজ নদীতে ভাইস্যা থাহুইন্না এ্যাকটা ক্যালাগাছের নাহান আছে । এইসব মোনে করতে যাইয়া ভুইল্লাই গেছি যে আইজগোও সন্দা অইছে । এ্যাহোন কি করমু ? কোম্মে গ্যাদাডারে হোয়ামু ! রাইতে কোম্মে হুমু !

আইজতো হুউইন্না যাগা দেহিনা । এই সোমায় মাদবারে গলায় খাওইর দিয়া বাইর অইছে , হে মগরোবের নোমাজে ম্যালা করছে । আমাগো দুইজনরে খারাইন্না দেইক্কা এ্যাকটু দোম দিয়া আবার পা’ও বাড়াইছে মজিদের দিগে । মাদবার সাব নোমাজে যাইতের সুম কইল – মজিদ মিয়া, কতা শ্যাষ অইলে ওনারে ভেতরে পাঠাইয়া দিও ।

(চলবে…)

সম্পর্কিত পোস্ট

বাংলাদেশ

banglarmukh official

ভালবাসা ভালবাসে

banglarmukh official

পড়ালেখা

banglarmukh official

ভাবের কবি

banglarmukh official

জমকালো আয়োজনে লেখালেখি সাহিত্য সম্মাননা-২০১৮ অনুষ্ঠিত

banglarmukh official

শফিক আমিনের কবিতা : অলীক স্বপ্ন

banglarmukh official